জেলা সদরের পরিত্যাক্ত জমি চাষাবাদের আওতায় আনলেন জেলা প্রশাসক

জেলা সদরের পরিত্যাক্ত জমি চাষাবাদের আওতায় আনলেন জেলা প্রশাসক

কৃষি টাঙ্গাইল টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর অনুশাসন ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে’ সেই নির্দেশনা বাস্তবায়নে টাঙ্গাইলে পরিত্যাক্ত দুই একর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

সোমবার সকালে জেলা প্রশাসকের বাসভবনের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় পেঁপে গাছের চারা রোপনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. খায়রুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. মাহমুদুল হাসানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় যে সমস্ত অনাবাদী জমি রয়েছে সেগুলো চাষাবাদের কাজ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় পরিত্যাক্ত দুই একর জায়গায় পেঁপে গাছের চারা লাগানো হচ্ছে। আশা করছি আগামীতে যে অনাবাদী জায়গা রয়েছে সেগুলো কৃষি সম্প্রসারন অধিদপ্তরসহ সকল দপ্তরের সহযোগিতায় সেগুলো চাষাবাদের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *