tangail news টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ভলিবল টিমের ক্যাম্প অনুষ্ঠিত

টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ভলিবল টিমের ক্যাম্প অনুষ্ঠিত

খেলা ফিচার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে আন্তঃ জেলা পুরুষ ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের লক্ষ্যে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ভলিবল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত ২০২২-২৩ সেশনের আন্তঃ জেলা পুরুষ ভলিবল প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের ঢাকা বিভাগের প্রতিযোগিতা হবে।

স্বাগতিক টাঙ্গাইল জেলায় অংশগ্রহণকারী ৭টি জেলা হলো- শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ ও টাঙ্গাইল। স্বাগতিক টাঙ্গাইল জেলা সুষ্ঠভাবে খেলা আয়োজনের পাশাপাশি টাঙ্গাইল জেলা ভলিবল দল দক্ষ প্রশিক্ষনের মাধ্যমে গড়ে তুলে চ্যাম্পিয়নের লক্ষ্যে শক্তিশালী দল গঠণ করেছে।

গত ১৫ মে বিকাল থেকে ভলিবল ক্যাম্প শুরু হয়েছে। দুইবেলা জেলা ভলিবল দলের প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করছেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও ভলিবল উপ-পরিষদের সম্পাদক ইফতেখারুল অনুপম। তার সার্বিক নিদের্শনায় ক্যাম্প সহযোগিতা করছেন রেফারী সাখাওয়াত হোসেন ও মোজাম্মেল হক।

ভলিবল কোচ বিপ্লব দাসের অধীনে প্রশিক্ষণে অংশগ্রহণকারী খেলোয়াড়রা হলেন- সাত্তার, মেহেদী, রামিম, রাজিম খান, সিয়াম-১, সিয়াম-২, হারুন, মমিন, মাসুদ, তানজীল, নাঈম ও সায়েম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *