মধুপুরে জুয়েলার্সের স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে প্রতারক!

মধুপুরে জুয়েলার্সের স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে প্রতারক!

ফিচার মধুপুর

মধুপুর প্রতিনিধি: মধুপুরে ক্রেতা সেজে বোকা বানিয়ে ১০ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে প্রতারক। রবিবার দুপুর ১২টার দিকে মধুপুর বাসস্ট্যান্ডের কাছে আপন জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

আপন জুয়েলার্সের মালিক সুজিত কর্মকার জানান, বেলা ১১টার দিকে পাঞ্জাবি-পায়জামা পরিহিত এক ব্যক্তি স্বর্ণের গহনা কিনতে আসেন। তিনি গলার হারসহ বেশ কয়েকটি গহনা পছন্দ করে পরিমাপ করে মেমো তৈরি করান। পরে ব্যাংক থেকে টাকা এনে নিয়ে যাবেন বলে একটি ব্যাগে স্বর্ণালংকার রেখে দোকানেই অবস্থান করতে থাকেন ওই ব্যক্তি। পরবর্তীতে অন্য ক্রেতাদের সঙ্গে কথা বলার সুযোগে কর্মচারীর কাছ থেকে ব্যাগটি চেয়ে নিয়ে মোবাইল দিয়ে গহনাগুলোর ছবি তুলে কর্মচারীকে ব্যাগটি পুনরায় রাখতে বলেন। কয়েক মিনিট পর ইসলামী ব্যাংক থেকে টাকা আনার কথা বলে বেরিয়ে যান।

তিনি জানান, ওই ব্যক্তি দোকান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে উত্তর দিকে ইসলামী ব্যাংকের দিকে না গিয়ে দক্ষিণ দিকে রওনা হলে সন্দেহের সৃষ্টি হয়। তাৎক্ষণিক গহনার ব্যাগটি চেক করতে গিয়ে দেখা যায় ব্যাগে কোনো গহনা নেই। পরে সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, ব্যাগটি নিয়ে গহনার ছবি তুলে গহনাগুলো ব্যাগে না রেখে তার পরিহিত পোশাকের বাম পকেটে রেখেছেন।

তাৎক্ষণিক বিষয়টি মধুপুর থানা পুলিশকে অবহিত করলে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ফখরুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। সিসিটিভির ফুটেজ নিয়ে তদন্ত শুরু করেন। মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন জানান, আপন জুয়েলার্সের সোনার গহনা খোয়া যাওয়ার ঘটনা জানতে পেরেছি। এখন পর্যন্ত মালিক অভিযোগ করেননি। তবে মধুপুর থানা পুলিশ ইতোমধ্যেই স্বর্ণালংকার উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *