পঙ্কজ ভট্টাচার্য

টাঙ্গাইলে জননেতা পঙ্কজ ভট্টাচার্যের নাগরিক শোক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর ফিচার শিল্প-সাহিত্য সংগঠন

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথ বলেন, ‘রাজনীতি আজ লুটেরা, দুর্নীতিবাজ, অসৎ ধনী-বণিকদের কবলে । যাদের কাছে আমার কি হলো, কি হবে এর বাইরে দেশের ও শোষিত মানুষের কল্যাণের কোন ভাবনা নেই। এই অবস্থায় দেশের সামগ্রিক পরিবর্তনের জন্য পঙ্কজ ভট্টাচার্যের মতো সাহসী, ত্যাগী, আদর্শিক রাজনীতিবিদদের নেতৃত্ব প্রয়োজন। পঙ্কজ ভট্টাচার্যের চলে যাওয়ার মধ্য দিয়ে আদর্শিক রাজনৈতিক নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয়েছে, বাম ধারার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সে শূন্যতা পূরণ হতে পারে। সাম্প্রদায়িকতা, গণতন্ত্রহীনতা, কর্তৃত্ববাদ, জনতুষ্টিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। পঙ্কজ ভট্টাচার্য আমাদের সেই পথই দেখিয়ে গেছেন।’

আজ ২০ মে শনিবার বিকেল ৫টায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে প্রগতিশীল নাগরিক জোটের উদ্যোগে প্রয়াত জননেতা ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের শোক সভায় তিনি বক্তব্য রাখছিলেন। নাগরিক শোক সভাটি প্রগতিশীল নাগরিক জোট, টাঙ্গাইলের সভাপতি চন্দন কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রগতিশীল নাগরিক জোটের সাধারণ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম অনল।

শোক সভায় ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল্লাহ তারেক বলেন, বাংলাদেশের বর্তমান সর্বগ্রাসী সংকট মোকাবিলায় বামেদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা পঙ্কজ ভট্টাচার্যের প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন করতে পারি।

শোক সভায় আরও বক্তব্য রাখেন ভাসানী ন্যাপের সভাপতি হাসরত খান ভাসানী, ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য নাসিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর যুগ্ম সাধারণ সম্পাদক ছয়ফুল আলম মামুন, ঐক্য ন্যাপের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাদল, প্রখ্যাত রাজনীতিবিদ অধ্যাপক আব্দুস সাত্তার, টাঙ্গাইল জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি অধ্যাপক নাজির হোসেন, নুরুজ্জামান কাশেম, কমরেড নজরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *