টাঙ্গাইলের বিক্রমহাটিতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

টাঙ্গাইলের বিক্রমহাটিতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

টাঙ্গাইল দুর্ঘটনা ফিচার

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের পাছ বিক্রমহাটি নামকস্থানে রবিবার, ২১ মে দুর্ঘটনায় চালক নিহত ও হেলপার আহত হয়েছেন।

নিহত চালক ময়মনসিংহ জেলার বোকাই নগর থানার গৌরিপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া (২৫)। আহত হেলপার কিশোরগঞ্জ জেলার কারাইল উপজেলার কারাইল গ্রামের হযরত আলীর ছেলে মোঃ মোস্তাকিন মিয়া (২১)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে চট্রগাম থেকে ছেড়ে আসা সওদাগর এক্সপ্রেস নামের একটি ট্যাংক-লরি টাঙ্গাইল সদর উপজেলার পাছ বিক্রমহাটি এলাকায় পেীঁছে দাঁড়িয়ে থাকা পিকঅ্যাপভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে পিকঅ্যাপভ্যান ও ট্যাংক-লরিটি দুমরে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্যাংক-লরির চালক মো. রুবেল মিয়া নিহত হন। পাশে সাথে থাকা হেলপার আহত হয়। খবর পেয়ে পুলিশ ওই চালকের মরদেহটি উদ্ধার করে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাকিব হাসান জানান, ঘটনাস্থল থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হেলপারকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *