boromoni

গোলাম কিবরিয়া বড় মনিরের জামিন আবেদন নামঞ্জুর

টাঙ্গাইল টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরেরধর্ষণ মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত। রবিবার (২১ মে) দুপুরে শেখ আব্দুল আহাদের আদালত জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান এ তথ্য নিশ্চিত করেন।

আসামি গোলাম কিবরিয়া বড় মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই। আদালত সূত্রে জানা গেছে, ধর্ষণ মামলার আসামি গোলাম কিবরিয়া বড় মনির হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন।

পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজ এম ইনায়েতুর রহিম হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। সেই অনুযায়ী গত ১৫ মে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ মিস কেসের মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন আসামির আইনজীবী। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।

আসামির জামিনের পক্ষে শুনানি করেন জেলা বার সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিপন, সিনিয়র আইনজীবী একেএম শামীমুল আক্তার শামীম, সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন-অর-রশীদ, ব্যারিস্টার গোলাম নবী, জোয়াহেরুল ইসলামসহ অর্ধশত আইনজীবী।

অপরদিকে সরকারি কৌঁসুলি এস আকবর খান জামিনের বিরোধিতা করেন। তাকে সহায়তা করেন সিনিয়র আইনজীবী মো. আব্দুল করিম মিয়া, বার সমিতির সাবেক সভাপতি খন্দকার ফায়েকুজ্জামান নাজীবসহ ১০-১৫ জন আইনজীবী।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল রাতে এক তরুণী বাদী হয়ে গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা বলে উল্লেখ করা হয়। মামলায় তার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *