বঙ্গবন্ধু মুজিবর

বঙ্গবন্ধু মুজিবর

শিল্প-সাহিত্য

হেমায়েত হোসেন হিমু 

সবুজ শ্যামল সোনার বাংলায়
মুজিব মানে মুক্তি
আকাশে-বাতাসে কাঁপন লাগায়
সাতই মার্চের উক্তি।

পাক হানাদার হটাতে সেদিন
বাঙালি এক হয়
মুজিবের ডাকে শপথ নেয়
ভুলে বিভেদ-সংশয়।

কৃষক শ্রমিক জনতা জাগে
গায় মুক্তির গান
মুজিব নামে ঘরে ঘরে জাগে
কোটি ঘুমন্ত প্রাণ।

মুজিব মানে চেতনার সিঁড়ি
জনক অবিনশ্বর
শোষিত-নিপীড়িতের প্রেরণা
বঙ্গবন্ধু মুজিবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *