কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী

কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী

Uncategorized

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ভূগোল ও পরিবেশ বিষয়ে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছে আলিফ লাম (১৭) নামে এক পরীক্ষার্থী।বুধবার (১৭ মে) দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে হামলার শিকার হয় আলিফ। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সে বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হামলার শিকার আলিফ টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা শিবরাম গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। সে এবছর দাইন্যা বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এ ঘটনায় আহত শিক্ষার্থী আলিফ নিজে বাদী হয়ে টাঙ্গাইল পৌর এলাকার ৫নং ওয়ার্ডের সাকরাইল বটতলা পাশ্ববর্তী এলাকার বেলাল হোসেনের ছেলে আমিনুর রহমান (১৬) সহ অজ্ঞাত ১২ থেকে ১৩ জনের নামে কাগমারী পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে।

হামলা প্রসঙ্গে বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান বলেন, হামলাকারী ওই কিশোর এর আগেও আমার স্কুলের সামনে এসে দলবল নিয়ে গ্যাদারিং করতো। স্কুলের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে এসে বিড়ি-সিগারেট খেয়ে স্কুলের পরিবেশ নষ্ট করতো ও ছাত্রীদের উত্ত্যক্ত করতো। পরে আমরা শিক্ষকরা মিলে ওই কিশোর গ্যাংকে পুলিশে দিই।

তিনি আরও বলেন, বুধবার এসএসসি পরীক্ষা শেষে আমার এক শিক্ষার্থীকে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করেছে। এখন সে হাসপাতালে ভর্তি রয়েছে। এ অবস্থায় ওই শিক্ষার্থীর পরবর্তী পরীক্ষাগুলো দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ শাহীনুর রহমান বলেন, আলিফ নামে এক এসএসসি পরীক্ষার্থী অভিযোগ দিয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *