মির্জাপুরে কুমুদিনী নার্সিং কলেজের ছাত্রীদের ক্যাপ প্রদান

মির্জাপুরে কুমুদিনী নার্সিং কলেজের ছাত্রীদের ক্যাপ প্রদান

মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর কুমুদিনী নার্সিং কলেজের (২০২২-২০২৩) শিক্ষা বর্ষের ছাত্রীদের ক্যাপ (শিরাবরণ) প্রদান অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার রাতে কুমুদিনী কমপ্লেক্সের ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি মিলনায়তনে (পিপিএম) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছাত্রীদের ক্যাপ পরিয়ে দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপ ভৌমিক।

এ উপলক্ষে নার্সিং কলেজের ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২৫০ জন ছাত্রী তাদের হাতে মঙ্গল প্রদীপ (মোম জ্বেলে) শপথ পাঠ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার। এ সময় মঙ্গল প্রদীপ হাতে ছাত্রীরা গাইতে থাকে আমি এক সেবিকা সেবাই আমার ধর্ম, রুগ্ন মানুষকে সেবাই আমার কর্ম।

কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস বলেন, এ বছর ২৫০ জন নার্সকে ক্যাপ (শিরাবরণ) দেওয়া হয়েছে। এদের মধ্যে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওফাইরী ১০০জন, বিএসসি নার্সিং ১০০জন, ডিপ্লোমা ইন মিডওয়াইরী ৩০জন এবং জুনিয়র নার্স ২০জন।

অনুষ্ঠানে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের পরিচালক (শিক্ষা) ও একুশে পদকপ্রাপ্ত মিস প্রতিভা মুৎসদ্দি, পরিচালক শ্রী মহাবীর পতি, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীক কুমার রায়, সহকারী পরিচালক ডা. এ বি এম আলী আহসান, এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. এম এ হালিম, নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল মিসেস মন্দিরা চৌধুরী এবং সিনিয়র শিক্ষক হেনা সুলতানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *