সখীপুরে-বিরোধপূর্ণ-জমির-ফসল-কাটা-দ্বন্দ্বে-বৃদ্ধ-হত‍্যা-দুই-আসামি-গ্রেপ্তার

সখীপুরে বিরোধপূর্ণ জমির ফসল কাটা দ্বন্দ্বে বৃদ্ধ হত‍্যা: দুই আসামি গ্রেপ্তার

ফিচার সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় বিরোধপূর্ণ জমির ফসল কাটা দ্বন্দ্বে বৃদ্ধ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে একজনকে ও আজ সোমবার বিকেলে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গতকাল রোববার সকালে বিরোধপূর্ণ জমির ধান কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হাতে ইসমাইল হোসেন (৬০) নামের ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামী লীগ নেতা খুন হন। ওইদিন রাতেই নিহতের ছেলে মামুন মিয়া বাদী হয়ে একই ওয়ার্ডের বিএনপির সভাপতি আজিজুল মোল্লাসহ ১৫ জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।

গ্রেপ্তার হওয়া দুই আসামি হচ্ছেন উপজেলার কালমেঘা গ্রামের মৃত হাবিল মোল্লার ছেলে সানোয়ার হোসেন মোল্লা (৫৫) ও একই গ্রামের লাল মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৫০)। নিহত ইসমাইল হোসেন উপজেলার কালমেঘা গ্রামের খসরু মিয়ার ছেলে। সে উপজেলার বহুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন।

নিহতের ছেলের দাবি, প্রতিপক্ষরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার বাবার কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, আসামিরা ওইদিন তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে ইসমাইলকে পরিকল্পিতভাবে খুন করেন। গ্রেপ্তার হওয়া আসামি সানোয়ার হোসেন মোল্লাকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি শাজাহান মিয়াকে আগামীকাল মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *