টাঙ্গাইল জেলা মহিলা ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা মহিলা ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

খেলা টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ মে সকালে টাঙ্গাইলের ক্লাব রোডে অবস্থিত টাঙ্গাইল জেলা মহিলা ক্রীড়া সংস্থার সুলতানা কামাল অডিটোরিয়ামে টাঙ্গাইল জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার নুরুন্নাহার ঝিলুর পরিচালনায় এ সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার-এর সহধর্মিনী প্রকৌশলী তাবাসসুম বিনতে ইসলাম এবং টাঙ্গাইল জেলা মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতি ও টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ওলিউজ্জামান এর সহধর্মিনী ডা. নিশাত তাসমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবুল হাশেম এর সহধর্মিনী সাদিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন এর

সহধর্মিনী হুমায়রা তাবাসসুম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া,

টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হারুন অর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুল হোসেন লিন্টু ও কোষাধ্যক্ষ আব্বাস আলী সরকার,

জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবা আক্তার মিলি, কোষাধ্যক্ষ ঝরনা খাতুন, সদস্য সায়মা খন্দকার, মির্জা ফারজানা মুক্তি, রিনা বেগম, বন্যা রানী সরকার, চায়না ইয়াসমিন, খন্দকার আফরিন্নাহার তিথি, শিল্পী আক্তারসহ সাধারণ সদস্য ও কর্মচারীবৃন্দ।

সভায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রকৌশলী তাবাসসুম বিনতে ইসলাম বলেন, টাঙ্গাইলে জেলা মহিলা ক্রীড়া সংস্থার অফিস দেখে গর্ব করার মতো। মেয়েদের যে গেমসগুলো আছে, সবগুলোতে অংশগ্রহন করতে হবে। বিভাগীয় মেয়েদের যে খেলা আয়োজন হবে সেখানে অবশ্যই টাঙ্গাইলের ভাল একটি দল গঠন করতে হবে

এবং তাদের ভাল প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আজকে জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী মতবিনিময় সভা, তবে খুব শীঘ্রই আমি খেলোয়াড়দের সাথে বসবো। তাদের কথাগুলো আমি জানব। মেয়েদের খেলার মান উন্নয়নের জন্য আপনাদের সাথে নিয়ে সকলের সমন্বয়ে একসাথে কাজ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *