কবি যুগলপদ সাহার পরলোকগমন

টাঙ্গাইলে প্রথম আলোর প্রতিবেদকের পিতৃবিয়োগে কৃষিমন্ত্রীর শোক

টাঙ্গাইল শিল্প-সাহিত্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও টাঙ্গাইলে প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর এর পিতা বিশিষ্ট কবি যুগলপদ সাহা পরলোকগমনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

কৃষিমন্ত্রী এক শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও শহরের বড়কালিবাড়ী মন্দিরে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান টাঙ্গাইলের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এদিকে টাঙ্গাইল প্রেসক্লাব, মির্জাপুর কুমুদিনী হাসপাতাল পরিবার, টাঙ্গাইল সাহিত্য সংসদ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বিশিষ্ট কবি যুগলপদ সাহা (৯০) দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন। ১১ই মে বৃহস্পতিবার সকালে শহরের সাবালিয়া এলাকার নিজ বাসভবনে বাধক্যজনিত কারনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের বড় কালিবাড়ীতে শ্রদ্ধা নিবেদন শেষে কাগমারী রানী দিনমনি শ্মশানে তাঁর আন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *