নাগরপুর প্রতিনিধি: নাগরপুরে টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়ক বাইপাস করার দাবিতে দ্বিতীয়বারের মতো মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভূমি মালিক ও ব্যবসায়ীরা। সোমবার (৮ মে) বেলা ১১ টার দিকে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়ক বাইপাস বাস্তবায়ন কমিটির আহবায়ক মো.সিরাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক মো. আকবর হোসেন, মো. মজিবর রহমান, সাবেক শিক্ষক আব্দুস সামাদ, কার্ত্তিক চন্দ্র কর্মকার, বিজয় কর্মকার প্রমুখ। এছাড়া বিভিন্ন পেশাজীবী, নাগরপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ, এলাকার গণ্যমান্য ও বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ নানা পেশার নাগরিকবৃন্দ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, নাগরপুর বাজার দিয়ে আঞ্চলিক মহাসড়ক হলে নাগরপুর বাজার অচল হয়ে পড়বে। ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়বে। দীর্ঘদিনের বসত বাড়ি-ঘর ছাড়তে হবে। এছাড়াও স্কুল কলেজ শিক্ষার্থীরা চলাচল ব্যপক ঝুঁকিতে পড়বে।
এছাড়া, টিটিসি, ফায়ার সার্ভিস, নাগরপুর থানা, ডাক বাংলা, সরকারি যদুনাথ মডেল স্কুল ও কলেজ, নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়সহ অসংখ্য মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও অনেক বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। তাই আঞ্চলিক মহাসড়কটি বিকল্প আঞ্চলিক মহাসড়ক হিসেবে বাইপাস করার জোর দাবি জানানো হয় মানববন্ধনে।