মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কলেজ অডিটোরিয়াম রুমে এই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
কলেজ সূত্র জানায়, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা তাহমিনা জাহান শিলা শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করার পর থেকে শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি নানা উদ্যোগ গ্রহণ করেছেন। ‘শিক্ষক এবং অভিভাবকবৃন্দের সম্মিলিত ইতিবাচক প্রচেষ্টায় গড়ে ওঠা শিক্ষার্থীরাই আগামীর সুন্দর, সমৃদ্ধ, আলোকিত দেশ করার কারিগর’ এই প্রতিপাদ্যকে সামনে রাখা হয়।
অভিভাবক সমাবশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান শিলা। অন্যদের মধ্যে বক্তৃতা করেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জামিল হোসেন, সহসম্পাদক ছানোয়ার হোসেন, ইংরেজি বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম, শিক্ষক শামীম আল মামুন, মদিনা খানম, মোসাম্মৎ লাভলী, অভিভাবক আব্দুল করিম, রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের সকল শিক্ষক শিক্ষিকামন্ডলী এবং প্রায় তিনশত অভিভাবকসহ একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মির্জাপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়েও সমাবেশ হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান।