নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত সামাজিক আন্দোলন-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও ঐক্য ন্যাপ সভাপতি এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে টাঙ্গাইলে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
৭ মে, রবিবার সন্ধ্যায় সম্মিলিত সামাজিক আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে টাঙ্গাইল ভিক্টোরিয়া রোডস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভার শুরুতে প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ-এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হেমায়েত হোসেন হিমু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোয়েব, সম্মিলিত সামাজিক আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শিশু বিকাশ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নিপু সিদ্দিকী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মিজান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর সহ-সভাপতি সোহেল সোহরাওয়ার্দী, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়লা, টাঙ্গাইল শহর শাখার যুগ্মআহ্বায়ক কাজী ইয়াসমিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল সদর উপজেলা শাখার নির্বাহী সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মাকসুদ আলী খান, সম্মিলিত সামাজিক আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ শুভ, সাংগঠনিক সম্পাদক এনাদি হোসেন খান, অর্থ সম্পাদক নাফিজুল ইসলাম রানা, সদস্য ঐশী নীলাসহ সম্মিলিত সামাজিক আন্দোলন-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব জননেতা পঙ্কজ ভট্টাচার্য মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, বহুমাত্রিক রাজনৈতিক-সামাজিক ও নাগরিক আন্দোলনের রূপকার ও সংগঠক হিসেবে সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন। তিনি ছিলেন একজন স্বপ্নের ফেরিওয়ালা। তিনি নির্লোভ রাজনীতির জীবন্ত প্রতীক। পংকজ ভট্টাচার্য আদর্শিক রাজনীতি করতেন। তাঁর মৃত্যুতে জাতি একজন নিঃস্বার্থ আত্মত্যাগী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো।
উল্লেখ্য, সম্মিলিত সামাজিক আন্দোলন-এর অন্যতম প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐক্য ন্যাপ সভাপতি জননেতা পঙ্কজ ভট্টাচার্য গত ২৪ এপ্রিল রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।