সখিপুরে 'অতনু উদ্ভাস' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

সখিপুরে ‘অতনু উদ্ভাস’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখিপুর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবি মোসলিমা খাতুনের “অতনু উদ্ভাস” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (১ মে) বিকেলে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জয় হোক কবিতার জয় হোক মানবতার এই স্লোগানকে সামনে নিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম। সভাপতিত্ব করেন বিশিষ্ট চর্যাপদ গবেষক প্রিন্সিপাল আলীম মাহমুদ, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার। এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি মুজিব কলেজের বাংলা প্রভাষক অধ্যাপক দেলোয়ার শিকদার, সরকারি পি এম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, সেলিম মাহমুদ প্রমুখ।

প্রকাশিত কাব্যগ্রন্থ প্রসঙ্গে কবি মোসলিমা খাতুন জানান, সুন্দর-সাবলীল ভাষায় রচয়িত করার চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি। পাঠক আমার কাব্যগ্রন্থ সাদরে গ্রহণ করলেই আমার কর্মের স্বার্থকতা নিশ্চিত হবে।

চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ বলেন, আমি কবি মোসলিমা খাতুনের কাব্যগ্রন্থ অতনু উদ্ভাস কবিতার প্রতিটি পদ অত্যন্ত অর্থবহ ও শৃঙ্খল রয়েছে। আমার অর্ধাঙ্গীনির সকল কাজে সর্বাত্মক সহযোগিতা করে যাবো।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম বলেন, কবি মোসলিমা খাতুনের কাব্যগ্রন্থ অতনু উদ্ভাস লেখনীর মাধ্যমে জীবন দর্শনের মূল সত্ত্বাকে তুলে ধরার চেষ্টা করেন। এমন বাস্তবধর্মী চেতনাকে উজ্জীবিত করতে কবি তার মূল প্রয়াস তুলে ধরেছেন। লালমাটির সখিপুরে এমন কৃতিত্ব অধিকারী মহীয়সী সত্যি প্রশংসার দাবি রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *