মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার উদ্যোগে দরিদ্র কৃষকের ধান কাটা কর্মসূচি পালিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশ ও বাংলাদেশ ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধানে মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগের উদ্যোগে দরিদ্র কৃষকের পাকা ধান কাটা কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছে মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগ নেতারা।
আজ সকাল ৮ টায় দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের বরুটিয়া গ্রামের দরিদ্র কৃষক আঃ রাজ্জাকের জমির বোরো ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেয় মাভাবিপ্রবি ছাত্রলীগের কর্মীরা। এ কমর্সূচিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা মানিক শীল, নাজিম উদ্দিন, হুমায়ূন কবির, প্রসেনজিৎ, শাওন ঘোষ, প্রতীক গুণসহ প্রায় ১৮ জন নেতাকর্মী।
ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেছেন কৃষক আঃ রাজ্জাক। তিনি জানান, সারাদিন রোদে পুড়ে আমরা বাংলার মানুষের খাবার জোগাই। ছাত্ররা আমাদের সাথে একদিন কষ্ট করলো, এতেই আমি অনেক খুশি৷ লোক নিয়ে ধান কাটার সামর্থ্য আমার নেই। ছাত্ররা সাহায্য না করলে ধীরে ধীরে আমাকেই করতে হতো।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন জানান, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও বিপ্লবী সাধারণ সম্পাদকের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ ছাত্রলীগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি আমরা। কৃষকের ডাকে সব সময় সজাগ থাকবে মাভাবিপ্রবি ছাত্রলীগ শাখা। আমরা বিভিন্ন দিকে খোঁজ খবর নিচ্ছি, যাদের লোক নিয়ে ধান কাটার সামর্থ্য নেই, তাদের কাছে পৌঁছে যাবো আমরা। দেশের যে কোনো ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীরা সবসময় অতীতের ন্যায় দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবে।