ধনবাড়ীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, স্কুলছাত্রীসহ নিহত ৪

ধনবাড়ীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, স্কুলছাত্রীসহ নিহত ৪

টাঙ্গাইল ধনবাড়ী ফিচার

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ী উপজেলায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রীসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী। রবিবার (৩০ এ‌প্রিল) দুপুর পৌ‌নে ১টার দি‌কে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়‌কের ধনবাড়ী উপ‌জেলার বা‌ঘিল বাজার এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন, বাঘিল গ্রামের কালাম মিয়ার মেয়ে রশনি আক্তার (১৪), জয়নাল মিয়ার মেয়ে বিথী আক্তার, নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে ও অটোরিকশা চালক হামিদ মিয়া (৬৫), গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়া ছেলে যাত্রী মোস্তফা মিয়া (৫২)। রশনি আক্তার ও বিথী আক্তার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।

এদিকে, বাস-অটোরিকশার সংঘর্ষে নিহতদের ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন প্রায় ১ ঘণ্টা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। এতে করে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন জানান, জামালপুর থেকে ছেড়ে একটি বাস ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে ৪জন যাত্রী নিয়ে মধুপুর থেকে ধনবাড়ী আসার পথে বাঘিল এলাকায় সংঘর্ষের কবলে পড়ে বাস-অটোরিকশা। এতে করে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ দুইজন মারা যায়।

তিনি আরও জানান, পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। তাদের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। বাকি দুইজনের মরদেহ থানায় রয়েছে। এ বিষয়ে নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। বাসটি আটক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *