টাঙ্গাইলে পরীক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ২২২জন

টাঙ্গাইলে পরীক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ২২২জন

টাঙ্গাইল শিক্ষা

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের মতো টাঙ্গাইল জেলায় রবিবার (৩০ এপ্রিল) থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। জেলার ১২টি উপজেলার ৮২টি কেন্দ্রে এবার ৫৩ হাজার ২২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষা শান্তির্পূণভাবে অনুষ্ঠিত হয়েছে। নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সর্তকতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্র ও এর আশপাশের রাস্তায় ১৪৪ ধারা জারী করা হয়েছে। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার রবিবার (৩০ এপ্রিল) সকালে শহরের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

জেলার ১২টি উপজেলায় ৫জন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে ৫টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষার রুটিন অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২৩ মে ২০২৩ খ্রি. পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *