নিজস্ব প্রতিবেদক : ভারতীয় লেখক, গবেষক ও প্রামান্যচিত্র নির্মাতা ‘আমি ও আমার মওলানা ভাসানী’ বইয়ের লেখক সৌমিত্র দস্তিদারকে সংবর্ধনা দিয়েছে ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটি। শুক্রবার (২৮ এপ্রিল) বিকাল ৪ টায় টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী মুসাফিরখানায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক কবি বুলবুল খান মাহবুব।
অনুষ্ঠানে ন্যাপ ভাসানী ও খোদা-ই-খেদমতগারের চেয়ারম্যান হাসরত খান ভাসানী, লেখক সাব্বির আহমেদ খান, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, ভাসানী পরিষদ উপদেষ্টা গোলাম কিবরিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব আজাদ খান ভাসানী।
সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় লেখক সৌমিত্র দস্তিদার বলেন, যত দিন যাচ্ছে দক্ষিণ এশিয়ায় শুধু নয়, সারা দুনিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে ভাসানীর সময়, চিন্তা, লড়াইয়ের দর্শন নিয়ে। নিম্নবর্গের রাজনীতি থেকে গণআন্দোলনের ধারা, পরিবেশ আন্দোলন- সব আধুনিক ডিসকোর্সের পথিকৃৎ হিসেবে উঠে আসছে মওলানা ভাসানীর নাম। তিনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর উপর চলচিত্র নির্মাণের ঘোষণা দেন।
উল্লেখ্য, মওলানা ভাসানী গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ এ সংবর্ধনা দেয়া হয়।