ভূঞাপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে হরণ করেছে এবং তারা সিন্ডিকেট করে দেশের সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করে লুটপাট করছে। তাদের কারণে সাধারণ মানুষ ঈদের আনন্দটুকুও করতে পারছে না। এ দেশে কোনো স্বাধীনতা নেই। আমরা এসব নিয়ে কথা বলতে পারি না। কথা বললেই গুম, খুন ও জেলে নিয়ে নির্যাতন করে সরকার।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল বাসস্ট্যান্ডে ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে এক পথসভায় সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।
এর আগে দুপুরে উপজেলার জগৎকুড়া এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে সপরিবারে যোগ দেন যুবদল সভাপতি। পরে গোপালপুর উপজেলার গোলপেঁচা নিজ গ্রামে বাবার কবর জিয়ারত করেন তিনি।
তিনি বলেন, দেশের জনগণ এই অবৈধ সরকারের পতন চায়। কেননা সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশের জনগণের শান্তি নেই। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীরা মেধাবী হওয়া সত্ত্বেও সরকার চাকরি দিচ্ছে না, বলে তারা বিএনপি করে। তাদের কাছে মনে হয় আমাদের কোনো অধিকারই নেই। এভাবে একটি দেশ চলতে পারে না।
গোপালপুর-ভূঞাপুরের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমার বড় ভাই আপনাদের প্রিয় মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু মিথ্যা মামলায় প্রায় ১৬ বছর যাবৎ কারাভোগ করে আসছেন। এই জুলুমবাজ সরকারকে হটাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে। সেইসঙ্গে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও অবৈধ সরকারের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরব।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক ছানু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার বাবুল, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।