নির্বাচন নিয়ে বিএনপি যাই বলুক, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: কৃষিমন্ত্রী

নির্বাচন নিয়ে বিএনপি যাই বলুক, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: কৃষিমন্ত্রী

মধুপুর শিক্ষা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি যাই বলুক। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানকে পরিবর্তন করতে পারবে না। এ সংবিধান পরির্তন না করা পর্যন্ত যে সরকার দায়িত্বে ক্ষমতায় রয়েছে একটি নির্বাচিত সরকার। তারাই সরকার পরিচালনা করবে। সরকারে থাকবে তারাই।

কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। কাজেই যে নির্বাচন কমিশন করা হয়েছে। তা আইন অনুযায়ী করা হয়েছে। এ নির্বাচন কমিশন দেশে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। এটাই দেশবাসীর কাম্য।

সোমবার (২৪ এপ্রিল) সকালে মধুপুরে রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৪ বছরের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষিমন্ত্রী। অগ্নিকাণ্ডের বিষয়ে বলেন, সম্প্রতি ঢাকায় কযেকটি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এটা খুব দুঃখজনক ও বেদনাদায়ক। এটি নিয়ে মানুষের মনে শঙ্কাও সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, এ বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত। আমাদের মনে হয় পরীক্ষা করতে হবে। এনিয়ে তদন্ত হচ্ছে, তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, মধুপুর পৌরসভা মেয়র ছিদ্দিক হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শৈশবের সতীর্থদের স্মৃতি চারণে মেতে উঠেন সবাই। বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বিদ্যালয়ের পুরো ক্যাম্পাস।

‌’শৈশব ফিরুক সবার প্রাণে স্কুলের বাঁধন জাগুক মনে’ এ শ্লোগান নিয়ে সকাল থেকে বিদ্যালয়ের নানা বয়সী সতীর্থরা তাদের প্রাণের বিদ্যাপিঠে পুনর্মিলনীতে যোগ দেয়। আলোচনা সভা, স্মৃতি চারণ, সাংস্কৃতিক উৎসবসহ নানা আয়োজনে প্রাণের সেতু বন্ধন তৈরি হয়। শৈশবের সতীর্থদের স্মৃতি চারণে মেতে উঠে সবাই। বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বিদ্যালয় ক্যাম্পাসকে।

নিজের আজকে শৈশবে ফিরে যাওয়াকে ধরে রাখতে মুঠোফোনে সেলফি তুলে রাখছেন অনেকে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী কোনাল। পুরো বিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে প্রাণের উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *