ধনবাড়ি প্রতিনিধি: ধনবাড়ি উপজেলায় মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনকে আটকের প্রতিবাদে টায়ার ও গাছের গুড়ি জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে তার সমর্থকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলাল হোসেন উপজেলার বানিয়াজান ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ছিলেন।
সোমবার (২৪ এপ্রিল) রাত ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের উপজেলার সাত্তারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এরআগে আওয়ামী লীগের সমর্থক আনোয়ারকে মারধরের অভিযোগে বেলালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।
এদিকে বেলালকে গ্রেপ্তার করায় তার সমর্থকরা দুপুরে থানায় একত্রিত হয়ে থানার বাইরে বিক্ষোভ করে।
অভিযোগে জানা গেছে, বানিয়াজান ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থক আনোয়ারকে সম্প্রতি মারধর করে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন। পরে মারধরের অভিযোগে বেলাল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আনোয়ার। পরে পুলিশ বেলালকে আটক করায় তার সমর্থকরা সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অবরোধের সময় উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেহেরুল হাসান সোহেল।
ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম জসিম উদ্দিন জানান, আনোয়ার নামের আওয়ামী লীগের এক সমর্থককে মারধরের ঘটনায় বেলালের বিরুদ্ধে অভিযোগের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। এতেই ক্ষিপ্ত হয়ে তার সমর্থকরা সড়ক অবরোধ করেছিল। সর্বশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।