নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেলদুয়ারে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলার লাউহাটি ইউনিয়নের শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার এই ঈদ উদযাপন করেন।
ঈদের নামাজ আদায় শেষে মুসলিম উম্মার মঙ্গল ও শান্তি কামনা করে দরুদ সালাম ও দোয়া পাঠ করা হয়। সৌদি আরবের সাথে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন মুসল্লিরা।
সরজেমিনে দেখা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় দিকে স্থানীয় শশীনাড়া জামে মসজিদের পাশের মাঠে প্রায় ১৩০-১৪০ জন মুসল্লী পুরুষ-নারী ও শিশু মিলে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর মঙ্গল ও শান্তি কামনা করে দোয়া করা হয়। এই নামাজের ইমামতি করেন মাওলানা মোহাম্মদ এরশাদ।
ইমাম মাওলানা মোহাম্মদ এরশাদ জানান, নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে কোলাকুলি করেন মুসল্লিরা। এখানে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশেগুলোর সঙ্গে মিল রেখে প্রায় ১০ বছর ধরে ঈদুল ফিতর ও ঈদুল আজহার উদযাপন করে আসছে।