জেলা শিক্ষা কর্মকর্তার সাত বছর পর অবশেষে বদলির খবরে স্বস্থি প্রকাশ!

জেলা শিক্ষা কর্মকর্তার সাত বছর পর অবশেষে বদলির খবরে স্বস্থি প্রকাশ!

টাঙ্গাইল সদর শিক্ষা

নিজস্ব প্রতিবেদক: সাত বছর একই কর্মস্থলে থাকার পর অবশেষে বদলি আদেশ পেয়েছেন টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম। গতকাল সোমবার নতুন জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে টাঙ্গাইলের বিভিন্ন ঠিকানায় স্বস্থির নিঃশ্বাস ফেলছেন ভুক্তভোগী শিক্ষকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালের ২৮ আগস্ট তারিখে টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা পদে লায়লা খানম যোগদান করেন। যদিও সরকারি বিধিমালা অনুযায়ী একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় থাকার নিয়ম না থাকলেও লায়লা খানম প্রায় সাত বছর ধরে একই কর্মস্থলে ছিলেন। এছাড়াও তিনি গানের শিল্পী হওয়ায় সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করে এবং দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থেকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। জেলা কার্যালয়ে বিভিন্ন কাজে এসে এই কর্মকর্তাকে অফিসে না পেয়ে দিনের পর দিন ঘুরতে হয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকদের। এছাড়া তিনি ক্ষমতার অপব্যবহার করে তার মেয়ের চাকুরির বিষয়ে নানা অনিয়ম করে সমালোচনায় পড়েছিলেন বলে শিক্ষকরা জানান।

অবশেষে তাকে গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন করায় অনেক শিক্ষকই স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন প্রকাশ্যে। নাম প্রকাশ না করার শর্তে অনেক শিক্ষক আনন্দ-উল্লাস প্রকাশ করে বলেছেন, তিনি যেন তদবির করে আবার এখানে ফেরত আসতে না পারেন তার জন্য আল্লাহর নিকটে দোয়া করছি। আর আমরা সাময়িক শান্তিতে থাকার সুযোগ পাচ্ছি।

এছাড়া জানা যায়, টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে একই প্রজ্ঞাপনে পদায়ন পেয়েছেন গাজীপুরের জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *