টাঙ্গাইলের কোচ আরাফাত ভারতের কম্বাইন্ড স্কুল টুর্নামেন্টে ফিল্ডিং কোচ নির্বাচিত

টাঙ্গাইলের কোচ আরাফাত ভারতের কম্বাইন্ড স্কুল টুর্নামেন্টে ফিল্ডিং কোচ নির্বাচিত

খেলা টাঙ্গাইল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ (অনুর্ধ্ব-১৬) জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হয়ে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত কম্বাইন্ড স্কুল ক্রিকেট টুর্নামেন্টে যাচ্ছেন টাঙ্গাইল জেলা ক্রিকেট একাডেমির কোচ আরাফাত রহমান। আগামী (২৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে রওনা হবে। আগামী (১ মে) ভারতের মুম্বাইয়ে শচীন টেন্ডুলকার জিমখানা মাঠে প্রথম খেলা অনুষ্ঠিত হবে। সফরে ২টি তিনদিনের ম্যাচ এবং ৩টি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।

জানা যায়, প্রাইম ব্যাংকের স্পন্সরে বাংলাদেশের ৫৮০টি স্কুল থেকে প্রথমে জেলা ভিত্তিক, বিভাগীয় পর্যায়ে এবং পরে জাতীয় পর্যায়ে ১৬ জন খেলোয়াড় বাছাইয়ের পাশাপাশি একজন ব্যাটিং (আব্দুল করিম খান জুয়েল, হেড কোচ) ও ফিল্ডিং কোচ নিযুক্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাঙ্গাইল জেলা ক্রিকেট একাডমির কোচ আরাফাত রহমান বিগত ২০০৫ সালে টাঙ্গাইল জেলা ক্রিকেট একাডেমীর কোচ হিসেবে নিযুক্ত হয়।

বিগত ২০১০ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বয়সভিত্তিক ক্রিকেট কোচ হিসেবে চাকুরী শুরু করেন। বয়সভিত্তিক পর্যায়ে সর্বশেষ ১০ বছরে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল ১৫৭টি খেলায় অংশগ্রহণ করে ১৩৬টি ম্যাচে জয়লাভ করে অনুর্ধ্ব-১৮ পর্যায়ে ৫ বার, অনুর্ধ্ব-১৬ পর্যায়ে ৪ বার এবং অনুর্ধ্ব-১৪ পর্যায়ে ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে। বয়সভিত্তিক পর্যায়ে আরাফাত রহমানের সফলতায় গতবছরের সেরা কোচ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করে অ্যাওয়ার্ড পেয়েছেন।

টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমানে সঙ্গে বাংলাদেশের স্কুল পর্যায়ে বাছাইয়ের পর টাঙ্গাইলের দুইজন ক্রিকেটার ভারতে যাচ্ছেন। তারা হলেন- দেবাশীষ সরকার এবং রিফাত বেগ। দেবাশীষ সরকার উদ্বোধনী ব্যাটার এবং উইকেট কিপার আর রিফাত বেগ অলরাউন্ডার। বাংলাদেশ (অনুর্ধ্ব-১৬) ক্রিকেট দলের প্রধান কোচ আব্দুল করিম খান জুয়েল, সহকারী কোচ হচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশারের বড় ভাই কাজী এমদাদুল বাশার রিপন, ফিল্ডিং কোচ টাঙ্গাইলে গর্বিত সন্তান আরাফাত রহমান, ট্রেইনার আনোয়ার হোসেন মনির, ফিজিও খাইরুল বাসার, ম্যানেজার জাবেদ ইসলাম তাপস এবং অফিসিয়াল তানভীর আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *