ওয়ালটন কারখানায় ৩ শ্রমিকের ইফতার খেয়ে মৃত্যুর অভিযোগ: সড়ক অবরোধ

ওয়ালটন কারখানায় ৩ শ্রমিকের ইফতার খেয়ে মৃত্যুর অভিযোগ: সড়ক অবরোধ

জাতীয় স্বাস্থ্য

সময়তরঙ্গ ডেক্স: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ওয়ালটন কারখানায় নিজেদের বানানো ইফতার খেয়ে তিন শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। একই সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আরও এক শ্রমিককে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। এ ঘটনায় প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

রবিবার রাত পৌনে ১০টায় কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার তিন শ্রমিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, রোববার সন্ধ্যায় ওয়ালটন কারখানার ভেতরে বানানো শরবত (স্যালাইন) ও ইফতার খাওয়ার পর তিন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের মরদেহ শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে মেমোরিয়াল হাসপাতালে রাখা হয়েছে। একই হাসপাতালের আইসিইউতে আরও একজন শ্রমিককে ভর্তি করা হয়েছে।

শ্রমিক মৃত্যুর খবরে কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যাচ্ছে বলে জানান পুলিশ পরিদর্শক আবুল বাশার।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতরা হলেন টাঙ্গাইল সদরের গোসাইর এলাকার নুরুল ইসলামের ছেলে আশরাফ আলী (৩০),

ভূয়াপুর উপজেলার আব্দুল রশিদের ছেলে আব্দুল বারেক ওরফে বারী (২৯) ও সিরাজগঞ্জের চৌহালী থানার কুর্কি মধ্যপাড়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৮)। আল আমিন হোসেন (২৮) নামের আরেক শ্রমিক হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি আছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। তিনি কারখানার পাউডার কোটিং সেকশনের অপারেটর ছিলেন।

এ বিষয়ে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হুমায়ূন কবির বলেন, আমরা প্রতিদিন সব কর্মীকে ইফতার সরবরাহ করি। আজ (রোববার) কয়েকজন শ্রমিক ইফতার করার পর বাইরে থেকে এক ধরনের কোমল পানীয় কিনে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের (অসুস্থদের) আমাদের মেডিকেল সেন্টারে নেয়া হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।

তিনি আরও বলেন, ওই কর্মীরা বাইরে থেকে কেনা কী খেয়েছেন, তার নমুনা আমরা সংগ্রহ করেছি। এ ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *