নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ৫:৩০মিনিটে এ কার্যক্রম শুরু হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে (শেখ হাসিনা মেডিকেল হসপিটাল) শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক ইসরাত জাহান মৃদুলা, সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান রাতুল, সহ সাধারণ সম্পাদক তামান্না এবং যুগ্মসাধারণ সম্পাদক তাসনিম নাহার তানহা, প্রচার পরিচালক শতাব্দী কর্মকার এবং সমাজকল্যাণ সম্পাদক আতিকা উলফাত রিশা, রক্ত বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মিনহামিন এশা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন লিমন, সহ শিক্ষা ও সংস্কৃতি বিসয়ক সম্পাদক আতিয়া ইবনাতসহ সকল সদস্যবৃন্দ।
এ সময় স্বেচ্ছাসেবী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক ইসরাত জাহান মৃদুলা জানায়, স্বেচ্ছায় রক্তদান, বাঁচাতে পারে শত শত প্রাণ! মানবিকতার সবচেয়ে বড় নিদর্শন হলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।