কালিহাতী প্রতিনিধি : কালিহাতী উপজেলার বাংড়ায় মুরাদ সিদ্দিকীর কর্মী, ভক্ত-সমর্থকদের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বাংড়া ঈদগাঁ মাঠে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইলের সিদ্দিকী পরিবারের অন্যতম সদস্য মুরাদ সিদ্দিকী।
মুরাদ সিদ্দিকী উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, আমি ২৪ বছর ধরে মাঠে আছি। আপনারা সাথে আছেন বলেই এখনো টিকে আছি। সাহস করে পথ চলি। তিনি বলেন, আমি ৪বার টাঙ্গাইল সদর থেকে নির্বাচন করেছি। আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। তবুও থেমে থাকি নাই। আমরা কালিহাতীর সন্তান। কালিহাতী আমাদের পৈত্রিক ভিটা। বাংড়া নানার বাড়ি।
বড়ভাই মুক্তিযুদ্ধের কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লতিফ সিদ্দিকী আমাদের গর্ব গৌরব। মুরাদ সিদ্দিকী আরো বলেন, কালিহাতীর মানুষের সাথে আমার বন্ধন হৃদয়ের। সেটা ছিন্ন হবার নয়। যখনই সুযোগ হয়েছে তখনই কালিহাতীর মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও করবো। আপনারা কাকে চান, সেটা আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে।
স্থানীয় সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যালেন মেয়র বাবুল সিদ্দিকী, পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আসাদুজ্জামান মনি আরজু, যুবনেতা জাহাঙ্গীর আলম, বাংড়া গ্রামের জীবন হোসেন ও সৈয়দ মহসিন সবুজ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মুরাদ সিদ্দিকীর কর্মী শহিদুল ইসলাম শাহীন, সৈয়দ জহিরুল ইসলাম জাহিদ, চন্দন সূত্রধর, সৈয়দ রাফায়েত রেজা, প্রণব কুমার শীল, মান্না ও দ্বীপ প্রমুখ। আলোচনা সভায় স্থানীয় ৪ শতাধিক মানুষ অংশ নেন।