খেলা প্রতিবেদক: বিদেশি খেলোয়াড়দের নিয়ে বেশ ঝামেলাতেই আছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি টিমগুলো। জাতীয় দলে খেলা থাকায় অনেক বিদেশি তারকাই শুরুর দিকে আইপিএল খেলতে পারছেন না। অনেকে আবার শেষের দিকে খেলতে পারবেন না। যে কারণে এবারের আইপিএল কিছুটা রং হারিয়েছে।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ভারতে এসে পৌঁছেছেন। লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দারাবাদ দলে যোগ দিয়েছেন কুইন্টন ডি কক, এইডেন মার্করামরা। তবে ডি কক ২টি ম্যাচ মিস করে ফেলেছেন। মার্করামও একটি ম্যাচ খেলতে পারেননি।
এদিকে কলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশি তারকা সাকিব আল হাসান শেষ মুহূর্তে নাম তুলে নিয়েছেন। লিটন দাস আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে এখনও যোগ দেননি কেকেআরে। এমন উদাহরণ বেশ কয়েকটা রয়েছে এবারের আইপিএলে।
তবে আইপিএলের মাঝপথে টুর্নামেন্ট ছেড়ে বিয়ে করতে যাচ্ছেন, এ ঘটনা খুব বিরল। ২০২৩ আইপিএল তেমনই এক ঘটনার সাক্ষী হতে চলেছে। দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার মিচেল মার্শ বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ৩১ বছরের মার্শ তাই সপ্তাহখানেকের ছুটি নিয়ে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন।
চলতি আইপিএলে মোটেও স্বস্তিতে নেই দিল্লি ক্যাপিটালস। শুরুতেই পরপর ২ ম্যাচ হেরে বসে রয়েছে। জয়ে ফিরতে মরিয়া তারা। তারই মাঝে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নারের কপালে ভাঁজ ফেলে দিলেন মিচেল মার্শ। সাড়ে ছয় কোটি টাকায় কেনা এই ক্রিকেটার আগামী বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না।
তবে মার্শ খেলতে না পারায় কপাল খুলতে পারে মোস্তাফিজুর রহমানের। টাইগার গতিতারকা দলের সাথে যোগ দিলেও সাইডবেঞ্চে বসে আছেন। এবার তার একাদশে সুযোগ মিলতে পারে। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ রয়েছে দিল্লির।