ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোন্নাফ আলী মুন্নার দুইটি কিডনিই অকেজো হয়ে যায়। এ ঘটনায় স্বামীর জীবন বাঁচাতে তার স্ত্রী লাভলী বেগম একটি কিডনি দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুরের সাবেক পৌর মেয়র ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ।
সফলভাবে অস্ত্রোপচারের পর মোন্না ও তার স্ত্রী লাভলী বেগম সুস্থ রয়েছেন, বিষয়টি নিশ্চিত করেন ভূঞাপুরের সাবেক পৌর মেয়র, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত বলেন, ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে বৃহস্পতিবার মুন্নার কিডনি প্রতিস্থাপন করেন ডা. প্রতীক দাস। সফলভাবে অস্ত্রোপচারের পর মুন্না ও তার স্ত্রী লাভলী সুস্থ আছেন।
দীর্ঘদিন ধরে মুন্না কিডনিজনিত সমস্যা নিয়ে ভারতে চিকিৎসাধীন আছেন। চিকিৎসার ব্যয় নির্বাহ করতে গিয়ে তিনি সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন বলে তার পরিবার সূত্রে জানা যায়। ভারতে তার কাছে অবস্থান করে চিকিৎসাকালীন সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং যোগাযোগ রক্ষা করছেন আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও যুগান্তর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল। মোন্নাফ আলী মুন্না ও তার পরিবার সবার নিকট দোয়া চেয়েছেন।