সখীপুরে বনের জমিতে প্রভাব খাটিয়ে ঘর নির্মাণ: গ্রেপ্তার ১

দুর্নীতি সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় প্রভাব খাটিয়ে বনের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগে সাদেক আলী (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে স্থানীয় বন বিভাগ। বুধবার সকালে ধুমখালী মিলপাড় বাঘআড়া এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে স্থানীয় মোঃ ইসমাইল হোসেনের ছেলে। এ ঘটনায় আরোও দুইজনের নামে মামলা দিয়েছে বন বিভাগ। তারা হলে গ্রেপ্তার হওয়া সাদেক আলীর স্ত্রী হ‍্যাপি আক্তার ও বীর মুক্তিযোদ্ধা মৃত ছালাম ফকিরের ছেলে হযরত আলী।

কালিদাস বিট অফিস সূত্রে জানা যায়, উপজেলার ধুমখালী মিল পাড় বাঘআড়া এলাকায় ৬১৬ দাগে সংরক্ষিত বন অঞ্চলের ভূমি দখল ও গাছ কর্তন করে ঘর নির্মাণ করায় একজন গ্রেপ্তারসহ আরোও দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ঘটনায় কালিদাস বিট কর্মকর্তা শাহ আলম বলেন, সংরক্ষিত বন অঞ্চলের ভূমি দখল ও গাছ কর্তনে অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করে টাঙ্গাইল বন আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

হতেয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ মুঠোফোনে বলেন, বে-আইনভাবে সরকারি সংরক্ষিত বনে অনধিকার প্রবেশ করে বনের গাছ কাটে। ভূমির আকার আকৃতি পরিবর্তন করে এবং টিনের ঘর নির্মাণের কাজে লিপ্ত থাকায় ও বনের ক্ষতি সাধন করায় ২০০০ সনের বন আইনে গ্রেপ্তার করে একজন আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *