মধুপুর প্রেসক্লাব পাঠাগারে ৫ শতাধিক বই হস্তান্তর

মধুপুর মিডিয়া

মধুপুর প্রতিনিধি: মধুপুর প্রেসক্লাব গ্রন্থাগারকে সমৃদ্ধ করতে ৫ শতাধিক বই হস্তান্তর করেছেন অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ’। শুক্রবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মধুপুর প্রেসক্লাবের সভাপতি এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হাবিবুর রহমান ও সম্পাদক এসএম শহীদ কাছে এ বই হস্তান্তর হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি এবং গবেষণা ও উচ্চ শিক্ষা বিষয়ক কো অর্ডিনেটর ড. আবু হাদী নুর আলী খান। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বর্তমান আইনজীবী ড. উত্তম কুমার দাস, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হাবিবুর রহমান, সহসভাপতি অধ্যাপক আবদুল আজিজ, আবদুল লতিফ, এস এম শহীদ প্রমুখ।

এ সময় বই হস্তান্তরকালে সাংবাদিক, ফেসবুক গ্রুপের মডারেটর, এডমিন, সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠনের মর্ডারেটর খন্দকার ইসতিয়াক আহমেদ সজীব মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য ও বিগত ১২ বছরের সাংগঠনিক কর্মকান্ড, মানবিক ইভেন্টের চিত্র তুলে ধরেন। এতে আর্থিক মূল্যমানে প্রায় ২৫ লক্ষ টাকার মানবিক কাজ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, মধুপুর প্রেসক্লবের গ্রন্থাগার ও মধুপুরের সাংবাদিকদের সমৃদ্ধ করতে ভাষার মাস ফেব্রুয়ারিতে ভার্চুয়াল সংগঠন মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ বিশেষ ইভেন্ট ঘোষণা করে। সংগঠনের নির্বাহী প্রধান জাপান প্রবাসী হারুন অর রশীদের নেতৃত্বে দেশ ও বিদেশে অবস্থান করা সচেতন নাগরিকদের কাছ থেকে গণমাধ্যম সংশ্লিষ্ট বিশেষ প্রকাশনাসহ গুরুত্বপূর্ণ বই মাস ব্যাপি সংগ্রহ করা হয়। ৫শ ৮৪ টি বই সংগ্রহ শেষে স্বাধীনতার মাসে এগুলো তারা হস্তান্তর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *