মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার মো. সাদেকুর রহমান চিকিৎসার সাহায্যের জন্য সমাজের বিত্তবানদেন নিকট আবেদন করেছেন।
বর্তমানে পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা সাদেকুর রহমান মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং শহীদ পরিবারের সন্তান। গত দশ বছর ধরে কিডনি রোগে ভুগছেন সাদেক।
জানা গেছে, দীর্ঘদিন ঢাকার সিকেডি হাসপাতাল ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন সাদেকুর রহমান। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বর্তমানে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালের ভর্তি হয়েছেন। সেখানে চিকিৎসক দ্বীপক শংকর রায়ের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। ভারতের এ চিকিৎসক দ্বীপক শংকর রায় তার কিডনি প্রতিস্থাপন ও উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।
ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালের এ চিকিৎসক জানিয়েছেন, সার্জারি করতে হবে; যার জন্য ৩০ লাখ টাকা প্রয়োজন, যা সাদেকুর রহমানের নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে যোগাড় করা প্রায় অসম্ভব।
মো. সাদেকুর রহমান বলেন, আমি বাঁচতে চাই। আমি স্বাভাবিক সুস্থ জীবন পেয়ে আমার পরিবারের সঙ্গে ফিরতে চাই। তাই হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের জন্য আকূল আবেদন করছি। যারা সাদকা ও জাকাত প্রদান করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আমাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য। আমার সঞ্চয়ী হিসাব নাম্বার ২০৫০৩৭০২০১২৩০৪১১ ইসলামি ব্যাংক, মির্জাপুর শাখা।