প্রধানমন্ত্রীর গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর উদ্বোধন বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

টাঙ্গাইল সদর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের জেলা প্রশাসক আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ ভার্চুয়ালী যুক্ত হয়ে টাঙ্গাইল জেলার ১০টি উপজেলার ২৩৮টি নব-নির্মিত ঘর উদ্বোধন করবেন। এর মধ্যে সদর উপজেলায় ৫টি, ভূঞাপুর উপজেলায় ৩০টি, বাসাইল উপজেলায় ২২টি, দেলদুয়ার উপজেলায় ৫টি, ঘাটাইল উপজেলায় ৪০টি, সখিপুর উপজেলায় ৩৫টি, কালিহাতি উপজেলায় ৭৬টি, মধুপুর উপজেলায় ৫টি, ধনবাড়ি উপজেলায় ১০টি, নাগরপুর উপজেলায় ১০টি। এছাড়াও প্রধানমন্ত্রী টাঙ্গাইল জেলার মধুপুর, ধনবাড়ী ও দেলদুয়ার উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন। উল্লেখ্য, গোপালপুর উপজেলাকে ইতিমধ্যে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করা হয়েছে।

প্রেসব্রিফিং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবুল হাসেমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *