নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলার পাকুটিয়া বি. সি. আর. জি. ডিগ্রী কলেজের একটি ভবন ভেঙে রাস্তা করার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
রবিবার (১৯ মার্চ) সকাল ১১ ঘটিকায় কলেজ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজের অধ্যক্ষ এস. এম. সোহরাওয়ার্দী, উপাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, সহকারী অধ্যাপক মোঃ লিয়াকত হোসেন প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজের সকল সহকারি অধ্যাপক, অধ্যাপিকা, সকল ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ।
অধ্যক্ষ তার বক্তব্যে বলেন ষড়যন্ত্রের অশুভ থাবা থেকে শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত প্রকল্প নকশার হুবহু বাস্তবায়ন চাই।
এ সময় আরোও বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মো: নজরুল ইসলাম, পাকুটিয়া ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম খান, মোঃ আবুল সরকার, পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, (অব:) ইউনিয়ন কৃষি কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, মোঃ ওবায়দুর রহমান প্রমুখ।