নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ মার্চ অনুষ্ঠিতব্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন ২০২৩-এর বৈষম্যমূলক পদক প্রদান নীতিমালা বাতিলপূর্বক পূর্বের নিয়ম বহাল রাখার জন্য অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। শনিবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সমাবর্তন প্যান্ডেলের সম্মুখে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচিতে বক্তাগণ বলেন, বর্তমানে পূর্বের নিয়ম বাতিল করে ৩য় সমাবর্তনে ডিন’স লিস্ট ও ডিন’স অ্যাওয়ার্ড এবং স্নাতকোত্তর পর্যায়ে সকল পদক বাদ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত অর্ডিন্যান্স অনুযায়ী তিনটি ক্যাটাগরি- চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর এবং ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল। সর্বশেষ ২০১৬ খ্রি. বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠানে সেসময় ২০১৪ খ্রি. বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্স মোতাবেক বিএসসি, অনার্স ও মাস্টার্স মিলিয়ে সর্বমোট চ্যান্সেলর অ্যাওয়ার্ডপ্রাপ্ত ছিল ৬জন শিক্ষার্থী, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৭জন শিক্ষার্থী এবং ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ছিল ৩০জন শিক্ষার্থী। তবে এবার নতুন নীতিমালা অনুযায়ী চ্যান্সেলর অ্যাওয়ার্ড-এর জন্য ৩.৯৮ CGPA প্রাপ্ত এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-এর জন্য ৩.৯৬ CGPA প্রাপ্ত হতে হবে। এছাড়া প্রতি শিক্ষাবর্ষে প্রতিটি অনুষদে সর্ব্বোচ CGPA প্রাপ্ত শিক্ষার্থীকে প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড প্রদান করা হওয়ার কারণে একই শিক্ষার্থীকে পুনরায় ডিনস অ্যাওয়ার্ড প্রদান করার প্রয়োজন নেই বিধায় তা বাতিল করা হয়। সর্বশেষ নীতিমালার বিবেচনায় এবার পদক পাচ্ছেন মাত্র ৫জন শিক্ষার্থী।
৩য় সমাবর্তন প্রসঙ্গে বিশ্ববিদ্যালের পদকবঞ্চিত সাবেক ও বর্তমান একাধিক শিক্ষার্থী অভিযোগে করেন, তৃতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদক প্রদানের নীতিমালায় পরিবর্তন আনে যা সম্পূর্ণ বেআইনি। এতে করে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে যা মোটেও কাম্য নয়। তারা নতুন নিয়মটি বাতিলের দাবী জানান। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কেবলমাত্র এই বিশ্ববিদ্যালয়ে এইরকম একটি অবমাননাকর নিয়ম পাশ করা হয়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
উল্লেখ্য, আগামী ৫ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর-এর পক্ষে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি মহোদয় সভাপতিত্ব করবেন। সমাবর্তন বক্তৃতা প্রদান করবেন Ms. Valerie Ann Taylor. Founder & Coordinator, Center for the Rehabilitation of the Paralysed (CRP), Bangladesh. বিশ্বদ্যিালয়ের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি এমপি। এবার বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তনে চ্যান্সেলর এওয়ার্ড পাচ্ছেন ২ জন শিক্ষার্থী ও ভাইস চ্যান্সেলর পদক পাচ্ছেন ৩জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ৪,৪৩৩জন বিএসসি (অনার্স), মাস্টার্সের শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হচ্ছে। এর মধ্যে ২,২৪৩জন শিক্ষার্থী সনদ নেবেন।