টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীনবরণ এবং পুরস্কার বিতরণ

টাঙ্গাইল সদর শিক্ষা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম।

টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) নাফিসা আক্তার, সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) মো. আবুবক্কর সরকার, সহকারি কমিশনার দীপ ভৌমিক ও সিনথিয়া হোসেন, গর্ভনিংবডির সদস্য আবু সাইদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে সহকারি প্রধান শিক্ষক আব্দুল হালিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক হারুন অর রশিদ।

অনুষ্ঠানে ২০২২ সালে এসএসসি পরীক্ষা জিপিএ ৫ প্রাপ্ত ৩৩ জন ছাত্রীর মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ৬ষ্ঠ শ্রেণী হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *