কালিহাতীতে পিকআপ উল্টে নিহত তিন নারীযাত্রীর পরিচয় মিলেছে

কালিহাতী দুর্ঘটনা

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত তিন নারী যাত্রীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় আরও ২০জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকার ১০ নম্বর ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার গান্দাইল এলাকার গাদুগানের মেয়ে শাহারা ওরফে শাহানা বেগম (৬০), পেচামানিক এলাকার মাহতাব আলীর মেয়ে নুরজাহান (৫০) এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার গৌরাং এলাকার জাবেদ আলীর মেয়ে ফিরোজা বেগম (৬০)। আহতরা সবাই জামালপুর সদর উপজেলার গান্দাইল ও পেচামানিক এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ্যে গুরুতর আহতরা টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হতাহত সবাই উরসে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর সদর উপজেলা থেকে ছেড়ে আসা একটি খোলা পিকআপ ৩০-৩৫ যাত্রী নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি উরসে যাচ্ছিল। দুপুরে আনালিয়াবাড়ী পৌঁছালে ঢাকাগামী একটি বাস ওভারটেকিং করতে গিয়ে পিকআপটিকে চাপ দেয়। এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পিকআপের দুই নারী যাত্রী মারা যান। আহত হন অন্তত ২০ যাত্রী। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আরও একনারী মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পলাশ এসব তথ্য নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *