ধনবাড়ী প্রতিনিধি: নিরাপদ সবজি গ্রামে এসে খুশিতে আত্মহারা হয়ে পড়ে সকলের উপস্থিতিতে টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার বলেন, কৃষক ভাইয়েরা আজ আমাকে যে সম্মান দিয়েছে, আমি গাড়ি উপহার পেলেও তাও-এত খুশি হতাম না। তাদের কাছ থেকে আমি সর্বোচ্চ সম্মান পেলাম। এ পর্যন্ত এমন সম্মান কেউ দেয়নি। এ সম্মান অজীবন আমার হৃদয়ে গেঁথে থাকবে।
সোমবার বিকালে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি কামারপাড়া (কুরুজতলা) গ্রামে কৃষক সমাবেশে চাষিদের কাছ থেকে বিভিন্ন নিরাপদ সবজি উপহার পেয়ে এভাবেই কথাগুলো বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইন। এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাজেদুল ইসলাম, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, কৃষক আনছার আলী, মো. মিজানুর রহমান, ছোহরাব আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ, সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা, ভাইস চেয়ারম্যান জেব উন নাহার লিনা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজা আক্তার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার সুধিজন।
ইতিপূর্বে উপজেলা হলরুমে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকসহ বিভিন্ন সুধীজনের সাথে মতবিনিময় করেন। এছাড়া তিনি দিনব্যাপী আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।