ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগ করে অবরোধ করেছেন পদবঞ্চিতরা। রোববার, ২৬ ফেব্রুয়ারি দুপুরে ঘাটাইল উপজেলা শিক্ষক সমিতি অফিসে সংবাদ সম্মেলন শেষে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।
পদবঞ্চিতরা আজ সকাল ১১টায় প্রথমে ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তালুকদার মো. শাহজাহান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিশ বছর পর কেন্দ্রীয় ও জেলা নেতাদের উপস্থিতিতে গত বছরের ৬ জুন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় নেতারা শুধু সভাপতি শহিদুল ইসলাম লেবু ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়ার নাম ঘোষণা করেন। পরবর্তীতে সবার সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে জানানো হয়। এরপর গত বছরের ১১ অক্টোবর ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ। কিন্তু সেই কমিটি প্রকাশ করা হয় এ বছরের ২৮ জানুয়ারি। ওই কমিটিতে পদবঞ্চিত হয়েছেন ত্যাগী নিবেদিত ও নির্যাতিত নেতারা।
তিনি আরো বলেন, কমিটি গঠন নিয়ে অর্থের বিনিময়ে পদ বাণিজ্যেও অভিযোগ আনা হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুর বিরুদ্ধে। আরো অভিযোগ করা হয় ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কমিটিতে ২৯ জনই স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপি, অনুপ্রবেশকারী, হাইব্রিড, বিতর্কিতদের রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুর নানা অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে বলা হয়, গত ইউপি নির্বাচনে তিনি ১০ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য ও ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করতে ৫ কোটি টাকার পদ বাণিজ্য করেছেন।
পরে কমিটি বাতিলের দাবিতে দুপুর ১২টার দিকে এক বিক্ষোভ মিছিল বের করে পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কলেজমোড় চত্ত্বরে গিয়ে অবস্থান নেন। এ সময় তারা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির টায়ায়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধেকালে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, উপজেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়েই সড়কের অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক আছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক খলিল তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটু, দেওপাড়া ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হেপলু, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াস বাবু, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান শহিদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিদুৎ সরকার, রসুলপুর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী চুন্নু ও সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন বাবু প্রমুখ।