বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের মুক্তিযোদ্ধা সম্মানী ৫০ হাজার টাকা দাবী

মির্জাপুর রাজনীতি

মির্জাপুর প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ৫০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন। শনিবার, ২৫ ফেব্রুয়ারি বিকেলে মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি একথা বলেছেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মুক্তিযোদ্ধা পরিচয় পেলেই তাকে জেলে যেতে হতো। নির্যাতন করা হতো। এখনো অনেক ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা নির্যাতিত। তিনি বলেন, আমি প্রথম সংসদে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা এবং মুক্তিযোদ্ধাদের সম্মানী দাবি করেছিলাম। তখন অনেকেই আমার ওপর রাগ করেছিলেন। কিন্তু আজ মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের এই সম্মানী ৫০ হাজার টাকা হওয়া উচিত।

তিনি আরও বলেন, বাংলাদেশে বাস করে যারা এখনো বলেন, পাকিস্তান আমলই ভালো ছিল, তাদের পাকিস্তান চলে যাওয়া উচিত। তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই।

মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতিক, কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস প্রমুখ বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *