নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণার শতবর্ষ পূর্তি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্ত কবি নজরুল ইনস্টিটিউটের পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে কবি নজরুলের ‘অগ্নিবীণার’ শতবর্ষপূর্তি শীর্ষক সেমিনারের আয়োজন করে।
২২ ফেব্রুয়ারি সা’দত কলেজ মিলনায়তনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুব্রত নন্দী। অনুষ্ঠানে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি ছিলেন। ‘শতক পেরিয়ে নজরুলের অগ্নিবীণা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন খান মাহবুব।
আলোচক হিসেবে ছিলেন টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি মাহমুদ কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ও শুভেচ্ছা জ্ঞাপন করেন যথাক্রমে কলেজের শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম খান ও অধ্যাপক মোশারফ হোসেন।
সেমিনার শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।