ঘাটাইলে হত্যা মামলার আসামির মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ

ঘাটাইল রাজনীতি

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার সাগরদীঘিতে হত্যা মামলার আসামি হেকমত সিকদারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় কাফনের কাপড় গায়ে জড়িয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। শনিবার, ১৮ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার সাগরদীঘি চৌরাস্তা এলাকায় শতাধিক নারী-পুরুষ এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এতে বক্তব্য দেন সাগরদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক জিন্নত আলি, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদত শিকদার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনছার আলী, মো. শহিদুল ইসলাম শহিদ, মোঃ শাহাদাৎ সিকদার, মোঃ হাবিবুল্লাহ বাহার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে হত্যা মামলার আসামি ও বনদস্যু হেকমত সিকদারকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়াও চিহ্নিত বিএনপি নেতা মোঃ চাঁন মাহমুদ মনিরের নামের তালিকা কেন্দ্রে পাঠানোর প্রতিবাদও জানান তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনের হুঁশিয়ারিও দেন তারা।

সভায় উপস্থিত ছিলেন সাগরদীঘি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শামস্ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, জেলা যুবলীগের সদস্য মো. রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *