মধুপুর বন থেকে অর্ধগলিত এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

অপরাধ মধুপুর

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার বনাঞ্চলের জাঙ্গালিয়া এলাকায় জঙ্গলের ভিতর থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলার (৩৫/৪০) অর্ধগলিত লাশের সন্ধান পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি প্রাকৃতিক শাল গজারি বনের কাছেই সামাজিক বনায়নের নিলামের গাছ কাটা হচ্ছে। সেখান থেকে ডালপালার লাকড়ি সংগ্রহ করতে তিনজন মহিলা সকাল ১১টার দিকে যায়। সেখানে কাজলি বেগম লাকড়ি বাঁধার জন্য কাছের জঙ্গল থেকে লতা আনতে গেলে অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ চোখে পরে। তাঁরা জঙ্গলের ভেতরে লাশ দেখে চিৎকার করেন। এ সময় পাশের সামাজিক বনায়ন বাগানে কর্মরত শ্রমিকেরা লাশ দেখে মধুপুর থানা-পুলিশকে জানান।

পরে এসআই শফির নেতৃত্বে কয়েকজন পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা দূরে থেকে লাশ এনে ফেলে রেখে গেছে। উদ্ধারকৃত মহিলার মুখ বিকৃত হয়ে গেছে, চেনার উপায় নেই। মহিলার পড়নে ছিল সবুজ রঙের কামিজ ও লাল রঙের সেলোয়ার।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া ওই নারীর পরনের সবুজ রঙের জামা ও লাল রঙের পায়জামা রয়েছে। নারীর লাশ ফুলে গেছে। মাথার একাংশ ও মুখমণ্ডল অনেকটা বিকৃত হয়ে গেছে। লাশটিতে পচন ধরেছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, উদ্ধার হওয়া নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় অনুসন্ধানে কাজ চলছে। সিআইডি ও ফরেনসিক বিভাগের সদস্যরা এই কাজে সহযোগিতা করছেন। আইনি প্রক্রিয়া শেষে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। ময়নাতদন্ত শেষে পরিচয় পাওয়া গেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *