বাসাইলে বার্থা গ্রামে নব্বেছ চাঁনের ৩৫তম ওরশ অনুষ্ঠিত

দিবস বাসাইল

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় শাহসুফী সাধক নব্বেছ চাঁন (রঃ) পাগলের দরবার শরীফের উদ্যোগে শুরু হয়েছে ১০ ও ১১ ফেব্রুয়ারি দুই দিনব্যাপি ঐতিহাসিক ৩৫তম পবিত্র ওরশ মোবারক। এ উপলক্ষে উপজেলার বার্থা গ্রামে নব্বেছ চাঁনের মাজারে হাজারো ভক্ত-আশেকানের ঢল নেমেছে। ওরশের মূল কার্যক্রম দুই দিন পরিচালিত হলেও কয়েকদিন আগে থেকেই ভক্তদের আগমনে মাজার এলাকা মুখরিত হয়।

ওরশ উপলক্ষে মাজারের পাশে বসেছে মিষ্টি জাতীয় খাবারের দোকান, বাঁশবেতের তৈজসপত্র, মাটির তৈরি খেলনা, হাঁড়িপাতিল, এবং চিড়া- খইসহ বিভিন্ন দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে আছেন। এছাড়া মিলাদ মাহফিল, তবারক বিতরণ ও আধ্যাত্মিক সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। ওরশের প্রথম দিনে বাউল শিল্পী তানিয়া দেওয়ান ও মিরাজ দেওয়ান এবং দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করেন হেলাল সরকার ও বাউল মাতা আলিয়া বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন মামুন আল জাহাঙ্গীর ও হারুন অর রশিদ।

নব্বেছ চাঁন (রঃ) দরবার শরিফের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেয়র আব্দুর রহিম আহমেদ জানান, প্রতিবছরের মতো এ বছরও সাহা সুফী সাধক নব্বেছ চাঁনের স্মরণে এই ওরশটি অনুষ্ঠিত হচ্ছে। সত্যিকার পরিপূর্ণ ইসলাম কায়েমের জন্য হাজার হাজার ভক্তগণ আল্লাহর নামে ওলির ওছিলা করে গরু, ছাগল-খাসি, মোরগ মানত করে থাকেন। ৩৫ বছর ধরে অত্যন্ত সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ওরশের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশ স্বাভাবিক রাখতে বহু সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *