মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে শতভাগ জিপিএ-৫ পেয়েছেন শিক্ষার্থীরা। এ বছর এই কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ৫২জন ছাত্র অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পান। এতে করে বেশ আনন্দে মেতে উঠেছে উত্তীর্ণ শিক্ষার্থী-অভিভাবকরা।
জিপিএ-৫ প্রাপ্তরা শিক্ষার্থীরা হলেন, মো. আব্দুর রহমান, আমির হামজা আশিক, ফারহান আঞ্জুম, তাসিন হান্নান কারেব, মুবাল্লিগ মোর্শেদ ওমর, কাজী আরাফাত হোসেন জিসান, ফয়সাল হোসেন, নাবেদ ফারদিন খান, একে খালিদ বিন জাফর, জাবির আল জিহাদ, উবায়দুর রহমান অয়ন, এএম সামিউল হায়দার, আসাদুল্লাহ্, নাফিস রেজা, আবিদ ইসরাক লিজন, আবু সাইফ আল সামি, রুশদি হাসান, নুজাদ আহমেদ ওয়াসিকে, আতিকুর রহমান খান রিওন, এসএম মাহিবুল্লাহ্ তানভীর, সিয়াম তালুকদার রাফি, রাকিবুল হাসান কায়েস, মুবাচ্ছির নাজিব, রাহিমুল ইসলাম রিয়াদ, আবির কর্মকার, সুশময় চক্রবর্তী, আবু মোসা রোহান, রুবায়েদ সরকার সিয়াম, আবদুল্লাহ্ বিন শাহনূর জাহিন, আশরাফ জাহান হিমেল, সরোয়ার হোসেন, দিদারুল ইসলাম, জাহিন রহমান, আল-আমিন, জাওয়াদ মুহতাদী আফনান, ইফতেখার হোসেন, রাহাত বিন আনিকুল, আবরার শাহরিয়ার সরকার, হাসিবুল ইসলাম সুপ্ত, নাহিদ সাদমান, নাহিদুজ্জামান ইমন, মুহতাসিম হাসান সিনদীপ, মাহাফুজুল ইসলাম দীপ্ত, তাসিন সামিউল্লাহ্, মোহাম্মদ মুহতাসিম, নাফিস রাফিদ, তানভীর আহমেদ, মুশরাথ মুনাওয়ার ইউশা, সৈয়দ মাহমুদুল হাসান, ওয়ালীউল্লাহ, সাদমান সাবেব আজাদ, আবদুল্লাহ হোসেন মনি।
মির্জাপুর ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান জানান, প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সুনাম অর্জন করেছে। আমাদের ক্যাডেট কলেজে কঠোর নিয়ম, শৃঙ্খলা, লেখাপড়ায় গুরুত্ব এবং শিক্ষকদের চেষ্টা ও অভিভাবকদের আন্তরিকতায় এই ফলাফল। এ অর্জন আমাদের একার নয় সারাদেশের। ফলাফলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।