সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই হাফেজিয়া মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার অভিযোগে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছে। নিহত ওই শিক্ষার্থী আল আমিন (২০) উপজেলার বেতুয়া মধ্যপাড়া শামছুল আলম ছেলে।
হাফেজিয়া মাদ্রাসা সূত্রে জানা যায়, প্রতিদিনের মত আল-আমিন সবার সাথে রাতে খাবার খেয়ে শুয়ে পড়ে। সকালে সবাই ঘুম থেকে জেগে উঠলেও আল- আমিন ওঠেনি। ওই মাদ্রাসায় কর্মরত হাফেজ শিক্ষক খোঁজ নিয়ে দেখেন আল আমিন অসুস্থ। পরে অভিভাবকে মোবাইল ফোনে জানান। পরে অভিভাবকেরা এসে ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় দায়িত্ব ও কর্তব্যে পালনে অবহেলার অভিযোগে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছে।
কালিয়ান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন, ছেলেটি মৃগী রোগে আক্রান্ত ছিলো। অসুস্থ থাকার কারণে ওই নিহত ছেলের অভিভাবকদের মুঠোফোনে জানানো হয়। আসতে দেরি হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহতের বড় ভাই মিনহাজ উদ্দিন বলেন, আমার ভাই কোন অসুস্থ ছিলো না। হাফেজিয়া মাদ্রাসার সভাপতি মিথ্যা বলেছে। আমার ভাই সম্পূর্ন সুস্থ ছিলো।
স্থানীয় ইউপি সদস্য মো উজ্জ্বল মিয়া বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য সম্মতি দিয়েছি।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।