সখিপুর প্রতিনিধি: সখীপুর উপজেলার বেড়বাড়ি এলাকায় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইটি ইটভাটাকে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশগত ছাড়পত্র না থাকায় মেসার্স জাকারিয়া পলাশ এন্টারপ্রাইজ ইটভাটাকে দুই লাখ ৫০ হাজার টাকা ও মেসার্স এফ এফ ব্রিকস-৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন ও মোঃ মোহাইমিনুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তুহিন আলম। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক জমির উদ্দিন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১ (সংশোধিত)-২০১৯ অনুযায়ী ইটভাটা পরিচালনা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য মালিকপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।