গোপালপুর মেয়রের গাড়িবহরে হামলা, সাংবাদিকসহ ১২ জন আহত

গোপালপুর রাজনীতি

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলায় কম্বল বিতরণ করতে যাওয়ার পথে ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ আহত হয়েছেন ১২ জন। এ সময় দুইটি প্রাইভেট কার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

হামলায় আহত সাংবাদিকরা হলেন ঢাকাপোস্ট ডটকমের জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ, ডিবিসি টেলিভিশনের ক্যামেরা পারসন আশিকুর রহমান ও ঢাকা প্রকাশের জেলা প্রতিনিধি ফরমান শেখ।

সোমবার, ৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মেয়র মাসুদুল হক জানান, গোপালপুরের বিভিন্ন স্থানে কম্বল বিতরণের জন্য যাচ্ছিলেন তারা। এ সময় স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের নির্দেশে তার ক্যাডার বাহিনী হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এ সময় হামলাকারীরা ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

হামলায় আহত সাংবাদিক ফরমান শেখ জানান, ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ গোপালপুরের বিভিন্ন জায়গায় কম্বল ও সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ করার জন্য আলমনগর যাচ্ছিলেন। সে সময় অতর্কিত হামলা চালানো হয়। এ সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করায় তিনজন সাংবাদিকদের উপর হামলা চালানো হয়।

ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড মানুষজনকে জানানোর জন্য লিফলেট ও কম্বল বিতরণ করতে যাচ্ছিলাম। এ সময় স্থানীয় এমপি ছোট মনিরের নির্দেশে তার ক্যাডার বাহিনী আমাদের ওপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুইপক্ষকে দুই দিকে পাঠিয়ে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। উপজেলা আওয়ামী লীগকে না জানিয়ে ভূঞাপুরের মেয়রের এইভাবে আওয়ামী লীগের বিদ্রোহীদের নিয়ে কম্বল বিতরণ করা ঠিক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *